ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।
free online data entry course with certificate
মুক্ত পেশা মানে এইরকম যে
দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।
আবার
সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।
এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।
আর
corome prium download করুন
এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।
অনেকেরই কনফিউশন থাকে যে আসলেই কি আমি ফ্রিল্যান্সিং (Freelancing) করতে পারবো? কি কি জিনিস দরকার এই কাজের জন্য? আসলে সত্যি কথা বলতে তেমন কিছুই লাগবে না আপনাকে এই পেশা শুরু করার জন্য। প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটি হলো ইচ্ছাশক্তি ও ধৈর্য্য। এগুলো থাকলেই আপনি এই সেক্টরে নিমিষেই সফল হবেন।
এর পাশাপাশি আপনার দরকার হবে ক্লায়েন্টের সাথে যোগাযোগের দক্ষতা এবং কাজ চালানোর মতো ইংরেজি জানা। ইন্টারনেট সম্পর্কিত ভালো ধারনা ও গুগল এবং ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স খুঁজে বের করার দক্ষতা এক্ষেত্রে আপনাকে অনেক সহায়তা করবে। এই ছিল মুলত প্রয়োজনীয় বিষয়াবলী যা আপনাকে ফ্রিল্যান্সিং এর জন্য যোগ্য করে তুলবে।
এবার আপনার জন্য তাই
খুব সহযেই যেন ইনকাম করতে পারেন তাই
Data entry
আপনার জন্য বেস্ট চয়েজ হতে পারে
তাই নিচের এই
কোর্সটি নিয়ে নিন ও
নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে
গড়ে তুলুন
এইবার আপনার জন্য সঠিক একটি
নিস নিয়ে উপদেশ দিব যাতে কোনো
স্কিল এর প্রয়োজন পড়ে না
শুধু কপি পেস্ট এর কাজ
হ্যা ঠিকই ধরেছেন
Data entry
Data entry মানে শুধু দেখে দেখে টাইপ করবেন
আর এই নিশ এ কাজ পাওয়া যায় প্রচুর
মোবাইল দিয়েই করতে পারবেন
তাই কোর্স টি এনরুন করে নিয়ে নিন
এই কোর্সটিতে একেবারে
বেসিক থেকে শেখানো হয়েছে
বিস্তারিত আলোচনা সহ এক্সারসাইজ ও রয়েছে
যার বাজার মূল্য ৯৮ ডলার
যা আপনি পাচ্ছেন ফ্রিতে
সাথেই থাকুন ও প্রিমিয়াম কোর্সগুলো ফ্রিতে এনরুল করুন
ধন্যবাদ
সতর্ককরন
এই কোর্স টি পাইরেসি করা নয় আমরা টাকা দিয়ে কিনে আমাদের সাইটের মেম্বার দের ফ্রিতে দেই সাইটের ট্রাফিক এর জন্য ও
অনুমোদিত ড্রাইভ link