বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভাল ও সুস্থ আছেন তাই
স্বাগতম জানাচ্ছি টেকবাইটের আরও একটি টিপস ও ট্রিক্স যুক্ত ব্লগ পোস্ট এ
হ্যা বন্ধুরা আপনি জানেন কি এই পোস্ট এ কি থাকছে আপনার জন্য হ্যা
কিভাবে আপনি আপনার ব্যাবসা প্রতিস্টান কোম্পানি বা নিজের ব্রান্ডের একটি লগো বানাতে পারেন তাও আবার প্রফেশনালি
কি বিশ্বাস হচ্ছে না একটু মনযোগ দিন দেখবেন এই ৩ টি সাইট আপনার মনে যায়গা করে নিবে
একটি নয় দুইটি নয় তিন তিনটি সাইট ও ১ টি এপস এর রিভিও করতে যাচ্ছি হ্যা বন্ধু
আপনি যদি লিখে সার্চ দেন তাহলে হয়তো অনেক সাইট এপস পেয়ে যাবেন কিন্ত কোন সাইট কি রকম কাজ করে ভাল দিক খারাপ দিক সম্পর্কে জানতে হলে আপনার অনেক ঘাটাঘাটি করতে হবে আর আমরা আপনার সেই সময়টুকু বাচাতে চাই যেইটুকু আপনার অপচয় হয়ে যেত
এবার আমরা যেনে আসি আসলে লগো কি?
লগো কি? (What is the logo)
লোগো হল টেক্সট এবং ছবি দিয়ে তৈরি প্রতীক যা আমাদের সাইট/ চ্যানেল/কোম্পানি/ ব্র্যান্ডগুলিকে শনাক্ত করতে সাহায্য করে।
একটি ভাল লোগো দেখায় যে একটি কোম্পানি কী করে তাদের কাজের টপিক কি কি বিষয় এ কাজ করে এবং ব্র্যান্ডের মান কী
লোগো ডিজাইন হল একটি কোম্পানির জন্য নিখুঁত ভিজ্যুয়াল ব্র্যান্ড চিহ্ন তৈরি করা
তাহলে আমরা বুঝতেই পারলাম যে
একটি ভাল লোগো হল আপনার ব্র্যান্ডের ভিত্তি এটি গ্রাহকদের বুঝতে সাহায্য করে আপনি কী করেন
তাহলে নিজেই চিন্তা করে দেখুন আমাদের কোম্পানি/চ্যানেল/সাইট/বা ব্রান্ডের জন্য কতটা দরকারি আর নিঃসন্দেহে আপনার জন্য একটি ভাল বা প্রফেশনাল লগো অত্যান্ত গুরুত্বপূর্ণ
এবার আমরা জানতে চাই লগো কি ধরনের হতে পারে
তাহলে আমি অবশ্যই বলবো যে লগো যে কোন রকম হতে পারে যেমন হতে পারে কোনো ছবি / ভেক্টর /গ্রাফিক লাইন /মার্ক বা টেক্সট ইত্যাদি
যে কোনো কিছু হতে পারে তবে প্রত্যকটি লগোর পেছনে যেন কোনো গল্প থেকে থাকে বা বোঝানো যায় যে এইটি এই বিষয় এ কাজ করে থাকে
যেমন ধরেন আপনার একটি হোটেল আছে তাহলে আপনার লগোটি কোন খাদ্যদ্রব্যর ছবি বা /ভেক্টর হতে পারে আবার ধরুন আপনার ট্রাভেপ রিলেটেড ইউটিউব চ্যানেলের জন্য তাহলে আপনি কোনো যানবাহনের ছবি বা /ভেক্টর গ্রাফিক দিয়ে দিতে পারেন আবার ধরুন আপনি মোবাইল রিভিও / বা ফটোগ্রাফিক কোনো সাইট/ পেজ বা চ্যানেল খুললেন তাহলে মোবাইল বা ক্যামেরার কোনো ছবি ব্যাবহার করতে পারেন বা ইত্যাদি
মোট কথা আপনার নিশ বা বিষয় নির্ধারন করবে আপনার লগো কেমন হবে আশা করি আপনি বিষয় টি ভাল করে বুঝেছেন
এবার আপনাকে দেখা করিয়ে আসি সেরা ১ টি এপস এর সাথে আমরা আমাদের টিম অনেক ট্বস্ট পর্যবেক্ষন / নানা ট্রায়াল করে প্লেস্টোরে থাকা একটি বেস্ট এপলিকেশন বাছাই করেছি
যা আপনাকে কপিরাইট মুক্ত লগো করে দিবে একদম ফ্রি হ্যা বন্ধুরা শুধু তাই না আপনি যদি এপলিকেশন ইনস্টল করে বিরক্ত বোধ করেন এজন্য আমাদের লিস্ট এ থাকা সেরা ৩ টি সাইটের সাথেও পরিচয় করিয়ে দিতে চাই যা আপনার।মন কেড়ে নিবেই নিবে
তাহলে আগে এপস সম্পর্কে যেনে আসি চলুন
Step #1
Playstore থেকে এই এপস টি ইনস্টল করে নিন
বিস্তারিত এপস সম্পর্কে স্লাইড করে দেখুন
এবার ওয়েব সাইটের দিকে আসি সাইট সম্পর্কে আর বেশি ইন্ট্রো দিতে চাচ্ছি না আপনি জাস্ট ভিজিট করুন আর ইউস করুন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার মন কেড়ে নিবে মুহুর্তের মধ্যই অনেক পাওয়ারফুল টুল
ব্যাবহার করুন খুব সহযেই
এই তিন টি সাইট ব্যাবহার করুন