Visit our site and see how to earn mony form writing tecbyet article Article prices write here!

how to complete 4000 hours watch time 2022 | কিভাবে ৪হাজার ঘন্টা ওয়াচটাইম পূর্ণ করবেন সহজ ও পরিক্ষিত পদ্ধতি | tecbyet2022

 

কিভাবে ৪হাজার ঘন্টা ওয়াচটাইম পূর্ণ করবেন সহজ ও পরিক্ষিত পদ্ধতি 

ইউটিউব চ্যানেল খোলার পর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন দেখে মাথায় প্যাচ লাগছে
কীভাবে ইউটিউবে দ্রুত ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম পূরা করব এই এই নিয়ম কানুন মেনে

আসসালামু আলাইকুম!

কেমন আছেন সবাই আশা করছি ভাল আছেন এবার আপনার জন্যা যা থাকছে!!!

কিভাবে আপনি ইউটিউব চ্যানেলে তাড়াতাড়ি ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম ফিল-আপ করবেন এবং মনিটাইজেশন এনাভল করবেন

আমরা সবাই ইউটিউব এর ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম সম্পর্কে জানি। এই রিকুয়ারমেন্ট ফিল-আপ না হলে চ্যানেলে মনিটাইজেশন আসে না। নতুন ইউটিউবদের কাছে এই নিয়মটি বেশ কষ্টের। অনেকে কিছু দিন চ্যানেল রান করে হতাশ হয়ে বন্ধ করে দেয়। তো আজকের টিউনটি বিশেষ করে নতুন ইউটিউবারের জন্য যারা ইউটিউবের প্রথম মাইলস্টোন ফিল করতে চাচ্ছেন।

ইউটিউবটা মূলত একটি বিজনেস এর মতই। একটি ব্যবসায় দাড় করাতে প্রতিষ্ঠিত হতে যেমন সময় লাগে তেমনি ইউটিউবের চ্যানেলকে লক্ষ্যে নিয়ে যেতেও আপনাকে সময় দিতে হবে পরিশ্রম করতে হবে। চ্যানেল খুলে বসে থাকলে হবে না বা কয়েকদিন পরেই হাল ছেড়ে দেয়া যাবে না

Important notice ⬇️

ইউটিউবে চ্যানেল খুলেই আপনি হয়তো ৪০০০ ঘণ্টা ফিল করার জন্য মরিয়া হয়ে উঠেন! কিন্তু এটা কি আসলেই হওয়া উচিৎ? একদমই না। চ্যানেল খুলার পর আপনাকে কন্টেন্টে গুরুত্ব দিতে হবে। দীর্ঘমেয়াদি ফলাফল পাবার মত কাজ করতে হবে। হয়তো আপনি কোন মতে ৪০০০ ঘণ্টা পূর্ণ করে ফেললেন, তারপর কী হবে? যদি কন্টেন্ট ভাল না হয় তাহলে সেটা অডিয়েন্স দেখবে না আপনার ইনকামও আসবে না।
একটি কথা মনে করিয়ে দেই যে আপনার উদ্যেশ্য ইউটিউব থেকে ইনকাম করা  (৪০০০ ঘন্টা ফিলাপ করে শুধু মনিটাইজ অনাবল করা নয়) যদি আপনি চান যে শুধু ৪০০০ ঘন্টা ওয়াচটাইম ফিল করবেন ইনকামের তেমন কোনো ধান্ধা নাই তবে একটি ইলিগাল ট্রিক্স আছে লাগলে কমেন্ট করে বলতে পারেন
আর যদি আপনার লক্ষ্য লাইফটাইম একটা ভাল এমাউন্ট ইনকাম করতে চান তাহলে নিচের গাইড লাইন গুলা আপনাকে অনেক উপকার আসবে
তাহলে এবার
অন্যদিকে আপনি যদি মার্কেট রিসার্চ করে চমৎকার সব কন্টেন্ট দিতে পারেন তাহলে এটি একই সাথে যেমন ওয়াচ ঘণ্টা ফিল আপ করবে তেমনি দিন যত যাবে কন্টেন্ট আরও রিচ পাবে এবং ভাল একটা প্রফিট আসবে।

Live streaming ⭕

লাইভ স্ট্রিমিং এ কোন ধরনের এডিটের প্রয়োজন হয় না একই সাথে এটি আপনাকে চমৎকার ওয়াচ টাইম দিতে পারে। ৪ ঘণ্টার একটা স্ট্রিম যদি ৫০ জন দেখে তাহলে কিন্তু আপনি ২০০ ওয়াচ টাইম পেয়ে যাচ্ছেন।

Long video 🎦

ভিডিও ডিউরেশন বেশি করুন
দীর্ঘ ভিডিও আপনার চ্যানেলের প্রাণ ফিরিয়ে দিতে পারে। ইউটিউব স্ট্যান্ডার্ড অনুযায়ী শর্ট ভিডিও শেয়ার কম করাই ভাল, আপনার ভিডিও দশ মিনিট বা তার বেশি হওয়া ভাল। তাছাড়া আপনি যদি ভিডিও এর ডিউরেশন বেশি রাখেন সেটা ওয়াচ টাইম ফুল ফিল করতেও কিন্তু সাহায্য করবে।

আর অবশ্যই খেয়াল রাখুন যে  আপনি যেই বিষয় টি উপস্থাপন করতে চাচ্ছেন সেই বিষয় টি প্রথমেই আপনার অডিয়েন্স দের খোলাসা করে দিবেন না কিছু সিক্রেট এমন  রাখুন যে যেন ভিউয়ার ইন্টেরেস্টিং ফিল করে যেন আপনার ভিডিও সে না স্কিপ করে পুরাটা দেখে নেয়

Clearly voice ⏺️

ভিডিও তে সাবলিল ভাষায় ও স্পষ্ট করে কথা বলুন আর একটি বিষয় অবশ্যই মনে রাখুন যে ভিডিওর অডিও / ভিডিওর অডিও কোয়ালিটি অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে এজন্য আপনাকে এই টিপস গুলো মেনে চলতে হবে
০শব্দ দূষন থেকে দূরে থাকুন
০অডিও তে যেন কোনো নয়েজ না আসে
০সুন্দর ও সাবলিল ভাষায় কথা বলুন
০একটু ভাল মানের মাইক্রোফোন ব্যবহার করুন
০ ভিডিওর সাথে যেন অডিও পারফেক্ট ম্যচ করে সেইদিকে খেয়াল করুন
০অহেতু কথা বলবেন না
০সাওন্ড লেভেল স্ট্যান্ডার রাখবেন
#ভিডিওতে ইমেজ এর চাইতে এনিমেশন ব্যাবহার করলে ভিউয়ার বেশি আকর্ষন করে
এবার তাহলে আপনাকে যা করতে হবে যেমনঃ
© কস্ট করে যখন ভিডিও করছেনই তাহলে কেন আর একটু সময় নিয়ে একটু প্রফেশনাল লেভেলের ভিডিও বানাবেন না
তাই আপনার ভিডিও যেন পারফেক্ট হয় সেইদিকে খেয়াল রাখুন
©ভিডিওতে বেশি বেশি এনিমেশন যুক্ত করুন
©ভিডিও কোয়ালিটি ভাল করবেন
একটু এইচডি প্রিন্ট হলে বেটার হয়
©অডিও কোয়ালিটি ভাল করবেন
প্রয়োজনে এডিট করতে পারেন 

Most important  share video

© ভিডিও যেন সর্বস্তরের মানুষের কাছে পৌছায় সেই ব্যাবস্থা করুন
যেমন seo,share merket,শচিয়াল

Tsgs:

4,000 watch hours equal to how many views

Can I get monetized without 4000 watch hours?

How can I get 4000 hours fayears

How i get 4000 watchtime few dayes 

can i monetize my youtube channel after 2 years

আজ এই পর‍্যোন্তই আবার কথা
হবে অন্য কোনো টিপস নিয়ে
সময় দিয়ে সাথে থাকবার জন্য ধন্যবাদ 


About the Author

I am a Devloper. & working basic graphic disigner, sometime i will written blog post in my blogger site

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.