আসসালামু আলাইকুম।
কেমন আছেন
প্রিয় টেকবাইটের সম্মানিত ভিজিটরস
আমাদের আজকের টপিকঃ
আপনারা আমরা হয়তোবা সকলেই গুগলে কিংবা অন্য কোন প্ল্যাটফর্মে কোন কিছু লিখে সার্চ করার মাধ্যমে ইমেজ অনুসন্ধান করে থাকি এবং সেটি প্রয়োজনে ডাউনলোড করি। এক্ষেত্রে, সেই ইমেজটি হয়তোবা আমাদের মনের মত নাও হতে পারে। তাই , যদি আপনি Text লিখে একটি মনের মত ছবি তৈরি করতে পারেন? তাহলে কি ভাল হবে না
অবশ্যই ভাল হবে এজন্য আপনাদের জন্য আজকের এই আর্টিকেল
মনযোগ দিয়ে পড়তে থাকুন
Ai text- to img genretor
হলো, Textual Descriptions এর উপর ভিত্তি করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ইমেজ তৈরি করার একটি কৌশল। এটি বিভিন্ন Text-to-Image মডেল ব্যবহার করে। এই পদ্ধতিতে সেই মেশিন লার্নিং মডেলগুলো ইনপুট হিসেবে সেই ছবির natural language description ব্যবহার করে এবং যতটা সম্ভব সেই বর্ণনার সাথে মিল রেখে একটি ছবি তৈরি করে দেয়।
আপনি জানলে অবাক হবেন
আপনাকে আপনার লেখার বর্ণনা অনুযায়ী একটি ছবি তৈরি করে দিতে সক্ষম। যে বিষয়টি আপনার কাছে অনেক আশ্চর্যজনক মনে হতে পারে। বলতে গেলে, প্রথম থেকে আমিও এই ওয়েবসাইটগুলোর ব্যবহার দেখে আশ্চর্য হয়েছিলাম। এগুলো কতটা নিখুঁতভাবে আমাদের বর্ণনা অনুযায়ী ছবি তৈরি করে দিতে পারে।
কি আশ্চর্য হচ্ছেন!
হ্যা বন্ধুরা আজকে এইরকম ৫ টি ওয়েবসাইট রিভিউ হতে চলেছে
চলুন শুরু করা যাক
#1 Stable Diffusion
এই ওয়েবসাইটটির নাম অনুযায়ীই, এটি Stable Diffusion Model ব্যবহার করে একটি বাস্তবধর্মী পিকচার তৈরি করতে পারে। এক্ষেত্রে আপনি যে ছবিটি তৈরি করতে চান, শুধুমাত্র সেটি সম্পর্কে কয়েকটি ওয়ার্ড টাইপ করুন এবং তারপর Generate Image অপশনে ক্লিক করুন।
0
এরপর আপনি ধৈর্য সহকারে কিছুক্ষণ অপেক্ষা করুন। এই AI টুলটি আপনার দেওয়া টেক্সটটি প্রক্রিয়া করবে এবং AI Model ব্যবহার করে কয়েকটি Image তৈরি করে দিবে। আর একটি ইমেজ তৈরি করার ক্ষেত্রে এটি কিছু সময় নিবে। এটি দিয়ে জেনারেট হওয়া ছবিগুলোর সাইজ হবে 512 × 512 Pixel আর আপনি full size image দেখার জন্য নিচে থাকা Thumbnail গুলো ব্যবহার করতে পারেন। ছবিগুলো ডাউনলোড করার জন্য আপনি মাউসার রাইট বাটনে ক্লিক করুন এবং "Save Image as" অপশনে ক্লিক করুন। আর মোবাইলের ক্ষেত্রে আপনি সেই ইমেজটির উপর ট্যাপ করে ধরে রেখে Download অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারে
#2 Hugging Face।টেক্সট থেকে ইমেজ তৈরি করার জন্য আরও একটি জনপ্রিয় এবং দুর্দান্ত Text-to-Image Generator ওয়েবসাইট হল Hugging Face। এটি উপরে আলোচনা করা Stable Diffusion Web এর মতোই কাজ করে। এই ওয়েবসাইটটি ব্যবহার করে ইমেজ তৈরি করার জন্য শুধুমাত্র সেই ইমেজটি সম্পর্কে কিছু Natural language Text টাইপ করুন এবং তারপর Generate Image অপশনে ক্লিক করুন।
আপনি যখন একটি ছবি তৈরি করার জন্য ক্লিক করবেন, তখন Hugging Face 512×512 Pixel এর ৪ টি Image তৈরি করবে। আর Full Size এ ইমেজটি দেখার জন্য Thumbnail-এ ক্লিক করতে পারেন। এই টুলটি ব্যবহার করে জেনারেট হওয়া ছবিগুলো ডাউনলোড করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করুন এবং তারপর JPG ফর্মেতে ডাউনলোড করতে "Save Image as" অপশনটি সিলেক্ট করুন
এই ওয়েবসাইটে ব্যবহার করে টেক্সট থেকে ইমেজ তৈরি করার জন্য স্বাভাবিক ইংরেজি ভাষায় কয়েকটি শব্দ বা বাক্য টাইপ করুন এবং তারপর Image টির Style বেছে নিয়ে "Create" এ ক্লিক করুন। Text থেকে Image তৈরি করতে এটি কয়েক সেকেন্ড সময় নিতে পারে, এজন্য আপনি কিছু সময় অপেক্ষা করুন।
লেখা থেকে একটি ফটো তৈরি করার সময় সেটিতে B & W Portrait এবং Modern এর মতো অতিরিক্ত স্টাইল যুক্ত করার জন্য More Option-এ ক্লিক করতে পারেন। এছাড়াও আপনি এখান থেকে সেই ছবিটির Aspect Ratio, Prompt Weight এবং Generated হওয়া ছবির সংখ্যা ও নির্ধারণ করে দিতে পারেন। এছাড়াও আপনি এখানে আরো কিছু অপশন পাবেন, যেগুলো আপনি আপনার চাহিদা অনুযায়ী ফিলাপ করতে পারেন।
এখান থেকে আপনার ইমেজটি তৈরি হয়ে গেলে, View Creation-এ কিরে করতে পারেন এবং সেটিকে JPG ফরমেট ডাউনলোড বা অন্য কারো কাছে শেয়ারও করতে পারেন। আপনি পূর্বের তৈরি করা ইমেজটিকে Based Image হিসেবে ব্যবহার করার জন্য Evolve এ ক্লিক করতে পারেন এবং আপনি সেটিং পরিবর্তন করে যা খুশি তেমন ডিজাইন করতে পারেন।
একটু ঝামেলাঃ
এই ওয়েবসাইটটি প্রথমে আপনাকে 5 Credits প্রদান করবে এবং প্রতিটি ইমেজ তৈরি করার ক্ষেত্রে তারা 0.5 Credits নেয়। তার মানে হলো যে, আপনি প্রথমে বিনামূল্যে সর্বোচ্চ ১০ টি ছবি তৈরি করতে পারবেন। আর এর পরবর্তীতে ছবি তৈরি করার জন্য আপনাকে ক্রেডিট কিনতে হবে। অতিরিক্ত ক্রেডিট জন্য তাদের ওয়েবসাইট থেকে Buy Credits বাটনে ক্লিক করে কিনতে পারেন।
#4 replicate
অন্যান্য Text-to-Image Generator ওয়েবসাইটের মত Replicate ও আপনাকে Stable Diffusion Model এর উপর ভিত্তি করে ছবি তৈরি করে দিতে সক্ষম। তবে এটি আপনাকে কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ সেটিং কনফিগার করার সুবিধা দিয়ে থাকে। এসবের মধ্যে যেমন: আপনি এখানে সেই ছবিটির আকার, অর্থাৎ Width & Height, Prompt Strength এবং তৈরি হওয়ার ছবির সংখ্যা নির্ধারণ করা সহ আরো কিছু অতিরিক্ত সেটিং করতে পারবেন।
ই ওয়েবসাইটটিতে লেখা থেকেই ইমেজ তৈরি করার প্রক্রিয়াটিও অন্যান্য ওয়েবসাইটের মতই। এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র সেই ইমেজটির সম্পর্কে কিছু ওয়ার্ডের Description লিখতে হবে এবং নিচে থেকে Submit বাটনে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যে ছবিটি তৈরি হবে।
আপনার লেখা অনুযায়ী একটি ছবি তৈরি হওয়ার ক্ষেত্রে কয়েক সেকেন্ড সময় লাগবে। আর ছবিটি তৈরি হওয়ার পর 512×512 Pixel আকারে দেখতে পাবেন, জিটি ডাউনলোড করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করুন এবং PNG ফরম্যাটে ডাউনলোড এর জন্য "Save Image as" অপশনে ক্লিক করুন। এছাড়াও আপনি ছবিটি GitHub অথবা Discord এ শেয়ার করার অপশনটিও বেছে নিতে পারেন।
#5 Deep Ai
Text থেকে Image তৈরি করার ক্ষেত্রে Deep AI হলো অন্যতম একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন টুল। উপরে আলোচনা করা অন্যান্য টুলগুলোর চাইতে এটির কাজ আলাদা নয়। অন্যান্য AI Image Generator টুলগুলোর মতোই, এটির মাধ্যমে ও আপনি লেখা থেকে মনের মত ছবি তৈরি করতে পারবেন।
Deep AI ব্যবহার করে একটি ইমেজ তৈরি করার জন্য আপনি শুধুমাত্র সেই ইমেজটি সম্পর্কে কয়েকটি ওয়ার্ড টাইপ করুন এবং তারপর Generate অপশনে ক্লিক করুন। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই Deep AI আপনাকে একটি Single Image প্রদর্শন করবে, যেটি আপনি 512×512 Pixel আকারে PNG ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। তবে টেক্সট ব্যবহার করে ইমেজ তৈরি করার ক্ষেত্রে এটিতে অতিরিক্ত কোন সেটিংস নেই, যেমন ভাবে উপরে অন্যান্য টুলগুলোতে ইমেজ সংক্রান্ত অতিরিক্ত সেটিং কনফিগার করা যেত।
আশা করি অনেক হেল্পফুল হয়েছে
রেটিং দিয়ে সাথেই থাকুন