Visit our site and see how to earn mony form writing tecbyet article Article prices write here!

ফ্রিল্যান্সিং করুন ই-মেইল মার্কেটিং করে বর্তমান সময়ের সেরা ফ্রিল্যান্স আইডিয়া। দেখে নিন কিভাবে বিস্তারিত [for beginner freelance 2021


 হ্যালো বব্ধুরা কেমন আছেন আপনারা সবাই 

চলুন ইমেল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জেনে আসি

ইমেইল মার্কেটিং কি? (What is Email Marketing?)
ই-মেইল মার্কেটিং এমন একধরনের মার্কেটিং প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোম্পানি তার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কিত বিভিন্ন গ্রাহকদের ইমেইল সংগ্রহ করে। পরবর্তীতে কোম্পানি তার পণ্য বা সেবা বিষয়ক প্রফেশনাল মেইল তৈরি করে সেটিকে হাজার হাজার গ্রাহকের নিকর পৌছে দেয়। অর্থাৎ এই একটি প্রচারণা প্রক্রিয়া বলা যেতে পারে। যেখানে কোম্পানি সরাসরি গ্রাহকদের মেইল এর মাধ্যমে তার পণ্য এবং সেবার বিষয়ে বলে। এই প্রক্রিয়ায় কোম্পানিরা সহজেই তাদের টার্গেট ক্রেতা খুঁজে পেতে সক্ষম হোন।

তবে প্রশ্ন নিশ্চই থাকবে যে এত গ্রাহকের মেইল সংগ্রহ কিভাবে করা যেতে পারে? ইমেইল মার্কেটিং এর জন্য কিছু Email Marketing Software থাকে যেগুলো ব্যবহার করে এরূপ মার্কেটিং প্রক্রিয়া পরিচালনা করা হয়। আজকের আর্টিকেলে আমরা এমন কিছু টুলস এর সম্পর্কে জানবো। নিচে আমি আপনাদের সেটা ৫ টি ইমেইল মার্কেটিং সফটওয়্যার এর বিষয়ে বলছি।

⛔ www sending blue com

:এটি একটি শক্তিশালী ইমেইল মার্কেটিং টুল বলা যেতে পারে। মূলত Send transaction-based ইমেইল এর জন্য তৈরি এই সফটওয়্যার। কম বাজেটের মধ্যে অন্যতম সেরা একটি টুল। এটির ফ্রী প্ল্যান রয়েছে তবে সেটি লিমিটেড সময় পযর্ন্ত। পরিপূর্ণ অ্যাকসেস পেতে পেইড প্ল্যানে যেতে হবে।

⛔ www constantcontact com
ক্ষুদ্র ব্যবসায়িক কোম্পানিদের জন্য Constant Contact Email Marketing Service সেরা বলা যেতে পারে। এই টুলস ব্যবহার করলে ৬০ দিনের ফ্রী ট্রায়াল পাবেন, তবে ফ্রী ট্রায়ালের কাস্টোমাইজ বা অন্যান্য সুযোগ সুবিধা অনেক ভালো

⛔www getaresponse com

GetResponse: Email Marketing Service এর পাশাপাশি এই টুলস বিভিন্ন অতিরিক্ত সুযোগ সুবিধা প্রদান করে থাকে। মার্কেটিং এর কাজে প্রয়োজন এমন সব এডভ্যান্স ফিচার বা অপসন সব আপনারা এখানে পেয়ে যাবেন। এটি মূলত পেইড টুলস যেটি সাবস্ক্রিপশন ফি দিয়ে কিনে নিতে পারেন।


ConvertKit: Nathan Barry এর মাধ্যমে ২০১৩ সালে যাত্রা শুরু হওয়ার পর থেকে ভালো মানের সার্ভিস দিয়ে আসছে ConvertKit, শুরুতে তারা বিভিন্ন সেক্টর টার্গেট করে তাদের সেবা প্রদান শুরু করেছিল। তারা ১৪ দিনের ফ্রি ট্রায়াল প্রদান করেন।

৫. MailChimp: যাদের সিমিলার ওয়েবসাইট আছে বা ব্লগার তাদের জন্য সহজ একটি টুলস এটি। তারা বিভিন্ন অ্যাডভান্স অপসন এবং ফিচার দিয়ে থাকে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে। আপনারা চাইলে এটির ফ্রী প্ল্যান ব্যাবহার করতে পারেন, তবে পরিপূর্ণ এডভ্যান্স ফিচার পেতে চাইলে পেইডে যেতে পারেন।

আশা করি বুঝতে পেরেছেন
বন্ধুরা এই ছিল আপনাদের জন্য সেরা ৫ টি ইমেইল মার্কেটিং সফটওয়্যার। আশা করছি উপকারে এসে থাকবে,

About the Author

I am a Devloper. & working basic graphic disigner, sometime i will written blog post in my blogger site

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.